কথা ও সুর : এমরানুর রেজা,
মশিউর রহমান সৈকত
একতালা, দুইতালা
ফার্স্ট ক্লাস, সেগেন্ড ক্লাস
শোষণে শোষণে বাড়ছে শিশু, বাড়ছে ব্যবধান।।
আমার ঝরে ঘাম,
তুমি চিবাও সুয়িংগাম,
তোমার ডাইনিং এ চাওমিং
আমার হারিকেনে কেরোসিন।।
তোমার ঘরটা আলোয় আলোয়,
আমার অন্ধকার,
বস্তির পাশে উঁচু দালান
বাড়ছে ব্যবধান।।
তোমার আকাশে বৃষ্টি নামে,
আমার আকাশে রোদ,
বস্তির ছেড়া মানুষেরা ঘুমায় না প্রতি রোজ,
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,
সকাল হওয়ার এই তো সময় সূর্য আনো তোলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন