শুক্রবার, ২৩ মে, ২০১৪

ছারপোকা

ছারপোকা রোদ সহ্য করতে পারে না। রোদে তার সাস্থ্যহানি ঘটে। হবে না কেন? সে তখন থ্যালাসেমিয়ায় আক্রান্ত । রক্তশূণ্যতা দেখা দেয়। আহারে! গ্রীষ্মের ডোবার মতো সে শুকিয়ে যায়।

চোখে তার রোদভরা ক্লান্তি। ইতিমধ্যে ঘামের জলে কয়েকবার স্নান করা হয়েছে। কাঠফাটা রোদ চাষ করে জীবন ফলান। তুলাখণ্ড শান্তি মিলে রাতের ছায়ায়। বিশ্বাস করে তেলাভেজা বালিশে মাথা রাখে।
কিন্তু, এই বালিশ যে ছারপোকার শীতাতপনিয়ন্ত্রীত রুম। সহজলভ্য ব্লাডব্যাংক।আয়েশ করে রক্ত খায় আর শরীরের ওজন বাড়ায়।
মাংসের ভারে চলিতে হেলিয়া পড়ে বায়
শ্রমিকের শরীরে মাংস নাই
শেয়াল-শকুনের কেন এত মাংস চায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন