শুক্রবার, ১৬ মে, ২০১৪

মৃত্যু পাতার প্রশান্তি

একটি গাছ থেকে যখনই একটি পাতা খসে পড়ে,  পাতা জানে তার বেদনা কতটুকু। গাছেরও বেদনা অপার। মূল থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা কখনো শেষ হয় না, শেষ হওয়ার না। তারপরও পাতা, সাজানো পৃথিবীতে সংসার গড়ে, হাসে, গায়, আনন্দে নৃত্য করে, প্রসংশা পায়। কিন্তু তাতো পাতার জন্য বরফের দৃশ্যমান অংশের মতো ভাসমান। ভাসমান দৃশ্যের বাইরেও পাতার একান্ত নিজস্ব পৃথিবী রয়েছে যা থেকে আজ সে অনেক আলোকবর্ষ দূরে। প্রিয়তার দুঃখ মেনে নেয়া যায়, ভুলে থাকা যায় না।
তাইতো পাতার সুখ চিরকালের দুঃখ, পাতার দুংখ স্বজনহারানো দুংখ ঝরনার মতো ঝরছে তো ঝরছো!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন