মঙ্গলবার, ২০ মে, ২০১৪

শব্দের ঘর

বিলা= কিশোরী ( বহুবচনে বিলাফান) ~ অখনকার বিলাফানের লইজ্জা সরম দইয়া গেছে ;
 সরম = চকিত  লজ্জা ;
বুর = গোসল, প্রত্যুষ ~ আজ্জা বুরে বুর ফারুম ;
আছার = হোঁচট খাওয়া, ফেলে দেওয়া ~ তোরে একটা আছার দিমু!; আছার না হাইলে কাছার চিনে না (লোকবাক্য)=বিপদে না পড়লে সচেতন হয়না এমন
কাছার = ঢালু জায়গা, সাধারণত যে জায়গা দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হয় ;
লালু =লাল আকৃতির ;
ট্যাংরা = মাংসহীন ;
কামেলা = জন্ডিস ;
হিংগিল = শ্লেষ্মা
হাটাস>হাডাস =নোংরা প্রকৃতির লোক
হাতির = গভীর সম্পর্ক
কিল = মুষ্টিবদ্ধ আঙুলের ঘুষি ; শিল >হিল ~ ঘাড় নোয়াইয়া তারে উভা মারে কিল / ঝড় বরিষণে যেন পড়ে দারুণ শিল
হালুবালু = তাড়াহুড়ো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন