জোয়ারে যে কচুরিপানা ভাসে তাকে বেধে রাখা যায় না। তবু বেধে রাখতে চায় কৃষক।। গোয়ালের গরু যে সকাল থেকে উপোস। ক্ষুধার তাড়নায় উলানে তার দুধ নামে নি। দুধফল যদি না তুলতে পারে কৃষক তাহলে সারাদিন চুলা জ্বলবে না। বৃষ্টির মতো পরিচয়হীন হাহাকারে বয়ে যাবে কৃষকের জীবন।।আর কৃষকের কষ্ট ভাজি করে আমি রান্না করবো কবিতা --
সব সাধকের বড় সাধক আমার দেশে চাষা
সব সাধকের বড় সাধক আমার দেশে চাষা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন