রবিবার, ২৫ মে, ২০১৪

আত্মামগ্ন

আত্মবিশ্বাসী হওয়ার আগে আত্মমগ্ন হওয়া চাই। তাহলে আত্মবিশ্বাসের রাতে জোনাকির  মতো অহংকারআলো ঝলমল করতে পারে না। আত্মমগ্নতা থেকে নিজের সম্পর্কে যে ধারণা হয় তাই হলো পূর্ণময় নিজবিশ্বাস। নিজবিশ্বাসী মানুষের কাছে ডাকাত আসে না, ডাকাতি হওয়ার ভয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন