সোমবার, ১৯ মে, ২০১৪

শান্তির খোঁজ চিলময়

আলো যখন আলো হলো
রাত তখন কালো
নদী চলে স্রোতের বেগে
চর জেগেছে ভালো
বৃক্ষ সকল সবুজ হলো
সাগরের তল ঢালো
সূর্য পেল আলো
চাতক পেল বৃষ্টিফল, শান্তির নল-কল
মানুষ সকল শান্তি খোঁজে ঝরায় চোখের জল  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন