বটের ছায়া সুশীতল, আরামদায়ক পরম
সবজি জন্মে না তার নিচে
ছায়াও ভয়ঙ্কর
কেন তুমি ছায়ার মতো থাকো নীল আকাশ
বৃষ্টি হয়ে উর্বর করো নদীর শরীর
প্রান্তিক প্রেমিক উপোস বহুকাল
মিস্টি বালু রোদে হাহাকার
বসে থাকো ঘোড়ার উপর ছেড়ে দাও লাগাম তার
বেচেঁ থাকো কালে তালে, বাঁচিয়ে রাখো তালে তালে
ছায়ার ভেতরে মহাকাল
সবজি জন্মে না তার নিচে
ছায়াও ভয়ঙ্কর
কেন তুমি ছায়ার মতো থাকো নীল আকাশ
বৃষ্টি হয়ে উর্বর করো নদীর শরীর
প্রান্তিক প্রেমিক উপোস বহুকাল
মিস্টি বালু রোদে হাহাকার
বসে থাকো ঘোড়ার উপর ছেড়ে দাও লাগাম তার
বেচেঁ থাকো কালে তালে, বাঁচিয়ে রাখো তালে তালে
ছায়ার ভেতরে মহাকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন