বুধবার, ২৮ মে, ২০১৪

ভালো থাকুক দেবতারা

আজকাল পালকির কথা খুব মনে পড়ে। পালকির জন্মের সাথে সাথে জন্ম হতো নুন্যতম দুজন দাসের। ঋতুভেদে তাদের ধর-মূল্য উঠা-নামা করতো। এখন পিয়াজ -রসুনের মূল্য উঠা- নামা করে যখন মানুষ তার মূল্য বৃদ্ধির জন্য অনশন করে।  কিন্তু হায়! মানুষের মূল্য আর বাড়ে না। এমন দিন আসতেছে যখন "পানির মতো সস্তা"
আর কেউ বলবে না, বলবে " মানুষের মতো সস্তা "। তবুও
ভালো থাকুক দেবতারা যারা বৃষ্টিতে ভিজে
বিলাসিতার মাটিতে রোপণ করে সুখ
আমি তো মূল্যছাড়া মানুষ, বৃষ্টি আমাকে ভেজায়
রক্তে বয়ে চলেছি চিরকালীন অসুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন