হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি জীবনানন্দের পথে
শান্তির উপকরণ সীমিত হয়ে আসে
দুদণ্ড শান্তির জন্য যাই বনলতার কাছে
বনলতা তুমি এত উদার কেন?
জানতে চাও এতদিন কোথায় ছিলাম আমি!
আমি তো আমি নয়, আমি সেই চর্যাপদের কবি
খনহ ণ ছাড়ই ভুসুকু অহেরি
তুমি তো বেহুলা, রাধা, জুলেখা আজকের কাদম্বরী
আমি তো পুরুষ কেবলই চাষ করি তোমাদের ভূমি
প্রয়োগ করি কৃত্রিম সার, আদায় করি ভোগ
এইভাবেই আমি পুরুষ, স্বামী আর তুমি পুরুষের সুখ
শান্তির উপকরণ সীমিত হয়ে আসে
দুদণ্ড শান্তির জন্য যাই বনলতার কাছে
বনলতা তুমি এত উদার কেন?
জানতে চাও এতদিন কোথায় ছিলাম আমি!
আমি তো আমি নয়, আমি সেই চর্যাপদের কবি
খনহ ণ ছাড়ই ভুসুকু অহেরি
তুমি তো বেহুলা, রাধা, জুলেখা আজকের কাদম্বরী
আমি তো পুরুষ কেবলই চাষ করি তোমাদের ভূমি
প্রয়োগ করি কৃত্রিম সার, আদায় করি ভোগ
এইভাবেই আমি পুরুষ, স্বামী আর তুমি পুরুষের সুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন