খুব গভীর করে ভাবতে ভালো লাগে, হৃদয়ের গভীরে কোনো এক জায়গায় যেন টান লাগে, কথা শেষ হয়ে আসলে শুরু হয় শরীরের কাব্য, মনের মতো করে ভাবতে গিয়ে দেখি মন আমার কাহা মিয়া লাল মিয়া বারী, মনের কোনো ঘর নেই, মনের কোনো জাতীয় সংবিধান নেই, মনের কোনো পোষা প্রেমিকা নেই, মনরে পাগলা ঘোড়ার মতো খুঁজে বেড়াই কিচেন টু টিচিং, কোথাও কোনো আদেশ নেমে আসলে অকেজো ভেবে ফেলে দিতে পারি না, কোথাও কোনো অন্যায় দেখলে ন্যায়ের মতো ঝাঁপিয়ে পড়তে পারি না, নাবাচক শব্দটিও হ্যাঁবাচকের মতো শক্তিশালী আচরনে অক্ষম, অক্ষম কৃষ্ণভিটা রাধিকাবাতাসে জলে আসে ঢেউ, পাড় ভাঙ্গে, মন ভাসে জলে জলে, দেখে না কেউ, দেখে না কেউ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন