শনিবার, ৩০ জুলাই, ২০১৬

ফল.

রাত শেষ হয়ে এলো, ঘুমের এখনো সাজঘর দেখা হয়নি, প্রতি রাতে পাখিটা বাসায় ফিরে অন্ধকারে বিশ্রাম নিবে বলে, অন্ধকার প্রতি রাতে পাখির কাছে ফিরে ফিরে আসে বিশ্রাম নিতে, দুজনই যখন বিশ্রামহীন মেটার, তাহলে কে বাজাবে ঘুমের গিটার? আবার সে বসে আছে নাক ফুলিয়ে সময়ের ঘাটে, অলস মাঝি নৌকাটানে কইবে কথা তার সনে, পৃথিবীতে কেউ একজন তো আছে আমার যে আমার একান্ত আপন মনে মনে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন