সোমবার, ১৮ জুলাই, ২০১৬

উহারা

অহংকারী মানুষের সব চেয়ে বড় পরাজয়টা ঘটে নিজের কাছে, অহংকার একটি দেয়ালের নাম যেখানে ব্যক্তি চিড়িয়াখানার প্রানীর মতো বন্দী অথবা অহংকার মানুষকে অন্ধ হতে সহায়তা করে।

অহংকারী মানুষের প্রথম কথা তার কথাই শেষ কথা, তার কথার উপরে আর কারো কথা থাকতে পারে না। ফলে ছাত্র হওয়ার অমৃত সাধনা থেকে অহংকারীরা নিজেকে বঞ্চিত করে।

তারা প্রতিনিয়ত অভিনয় করে, কারন নত হতে শিখেনি, অথচ প্রকৃতি প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষের কাছে নত করেছে।

অন্ধকারকে নত হতে হয় আলোর কাছে, আলোকে নত হতে হয় অন্ধকারের কাছে, ঔষুধকে যেতে হয় কৃষকের কাছে, কৃষককে যেতে হয় ঔষধের কাছে।

পৃথিবীতে মানুষের ইতিহাস স্বীকার করার ইতিহাস,
স্বীকৃতি দেয়ার ইতিহাস,
শ্রদ্ধা করার ইতিহাস,
স্নেহ দেয়ার ইতিহাস,
সরি বলতে পারার ইতিহাস,
সবাই মিলে আনন্দ করার ইতিহাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন