রাধা যখন ঘর ছেড়ে বৃন্দাবনে যায়
যমুনা নদীতে বাঁধ দেয় কৃষ্ণ কানাই
ঢাকা শহর কান্দে তখন হায়রে হায়
সাপের মাথায় মিনার দেখে কান্দে রেজা ভাই।।
ঘর ভর্তি মানুষ তবু শুন্যতার বাজার
বৃন্দাবনের হাওয়া লাগলো গতরে তাহার
তাবিজ টুনা কাকে বলে তা তো জানি না
চর্মে মর্মে জ্বলে রেজা রাধাই বুঝে না।।
বুঝে না বুঝে না কেউ বুঝাইতে চায়
দিবে না দিবে না কেউ নেবার আশায়
যদি তাকে একবার সরল পথে পাই
কসম খোদার রেজা তারে রাখবে মাথায়।।
যমুনা নদীতে বাঁধ দেয় কৃষ্ণ কানাই
ঢাকা শহর কান্দে তখন হায়রে হায়
সাপের মাথায় মিনার দেখে কান্দে রেজা ভাই।।
ঘর ভর্তি মানুষ তবু শুন্যতার বাজার
বৃন্দাবনের হাওয়া লাগলো গতরে তাহার
তাবিজ টুনা কাকে বলে তা তো জানি না
চর্মে মর্মে জ্বলে রেজা রাধাই বুঝে না।।
বুঝে না বুঝে না কেউ বুঝাইতে চায়
দিবে না দিবে না কেউ নেবার আশায়
যদি তাকে একবার সরল পথে পাই
কসম খোদার রেজা তারে রাখবে মাথায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন