পৃথিবীর অন্য কোনো দেশ বাংলাদেশের মানুষের মতো গীবতচর্চা করতে পারে না। কারন গীবতচর্চা করার জন্য যে সময় প্রয়োজন তা তাদের নেই। বাংলাদেশের মানুষের অনেক সময়-- দুই হাত পরিশ্রম করে দশ হাত বসে থাকে।
অন্যের চেহারার ম্যাকাপ দেখতে দেখতে নিজের চেহারার লবনহীনতার কথা মনেই আসে না।
এখানে ঘন্টার পর ঘন্টা আড্ডা চলে। আড্ডায় প্রত্যেকে এক একজন সমাজ বিজ্ঞানী। প্রত্যেক সমাজ বিজ্ঞানী আবিষ্কার করেন নিন্দাপাঠের এক একটি নতুন অধ্যায় অথচ সমস্যা সমাধানের ব্যাপারে কোনো প্রকার প্রত্যয়ী পদক্ষেপ নাই।
আরে ভাই রাতের অন্ধকার সবাই দেখে, কিন্তু বিদ্যুৎ আবিষ্কার করেন টমাস আলভা এডিসনের মতো কয়েকজন বিজ্ঞানী।
অন্যের চেহারার ম্যাকাপ দেখতে দেখতে নিজের চেহারার লবনহীনতার কথা মনেই আসে না।
এখানে ঘন্টার পর ঘন্টা আড্ডা চলে। আড্ডায় প্রত্যেকে এক একজন সমাজ বিজ্ঞানী। প্রত্যেক সমাজ বিজ্ঞানী আবিষ্কার করেন নিন্দাপাঠের এক একটি নতুন অধ্যায় অথচ সমস্যা সমাধানের ব্যাপারে কোনো প্রকার প্রত্যয়ী পদক্ষেপ নাই।
আরে ভাই রাতের অন্ধকার সবাই দেখে, কিন্তু বিদ্যুৎ আবিষ্কার করেন টমাস আলভা এডিসনের মতো কয়েকজন বিজ্ঞানী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন