অতীতের নায়ক হতে পারি না
পারি না আগামী সময়ের কোনো আলপিন হতে
বর্তমানের দূর্বাঘাস হয়ে ঘুরে বেড়াই মাঠে মাঠে
তোমাকে ভুলে যেতে কম কষ্ট হয়নি আমার
তাকে ভুলতেও রক্তের আগুনে কত সবুজাভ লালচে লাল করলাম
এখন বসে থাকি নদীর তীরে কোনো এক মাঝির আশায়
কিংবা মাঝি হয়ে নদী পাড়ি দিবো বলে
পারি না আগামী সময়ের কোনো আলপিন হতে
বর্তমানের দূর্বাঘাস হয়ে ঘুরে বেড়াই মাঠে মাঠে
তোমাকে ভুলে যেতে কম কষ্ট হয়নি আমার
তাকে ভুলতেও রক্তের আগুনে কত সবুজাভ লালচে লাল করলাম
এখন বসে থাকি নদীর তীরে কোনো এক মাঝির আশায়
কিংবা মাঝি হয়ে নদী পাড়ি দিবো বলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন