মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

ভালো

জলে কী পরিমানে পলি জমা হলে চর হয় তা আমি জানি না, জানি একদিন চর জমবে আমার আঙিনায়, ফুলের বাগান হবে সময়ের জানালায়, এই মাটিতে সোনা ফেলবে বিশ্বাসী বাতাস, মানুষ জঙ্গল নামক পৃথিবী থেকে বের হয়ে আসবে, নদী খুঁজে পাবে তার নিয়তি তার স্বাভাবিক গতিপথ, মাছের মিছিলে নেমে আসবে ঘ্রানের উৎসব,

এই ভূমি আমার জন্মকর্মের স্বাক্ষী, এই ভূমি জানে রসের ইতিহাস, এই ভূমি সুখের  উদ্যানরক্ষক হাকিম ভাই, এই ভূমি জানে সোনালি মাছের রূপালি হাসি, পাটের ঘ্রানের মাতামাতি গ্রাম,

বার বার দেখা পাই পদ্মগন্ধা সহজিয়ার ঠোঁট আমার হাজার বছরের গতিরোধক প্রেরনা, কেউ কথা রাখেনির দেশে একজন বোকা সর্দার তার কথা রাখবে, মানুষ মানুষকে ভালোবাসবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন