মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

চলে

বাতাসের মতো কান কোথায় যেন হাহাকার করে, চালচলন জল নদীর মতো কথা বলে, একদিন একাকার হয়ে আসে অভিশাপের কালসাপ, মনসা যেন পালাবে না পালাবে না, বাজারে বাজারে আমার তরুনেরা ঘুমায় ট্যাবলেট স্বাদে, মনসা মা আমার যুগে যুগে আসে, বেহুলা তবে পালাবে কোথায়, এমন করে যাবে যাবে গো দিন সোনার খাঁচায়, মানুষ তোমায় পশু নাচায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন