অতীত মানুষকে বিভ্রান্ত করে। নদীর স্রোত, চাঁদের জোছনা অতীতমুখী নয়। মানুষই অতীতমুখী। ইটের পর ইট সাজিয়ে যেমন একটি দালান তৈরি হয় তেমনি অতীতের পর অতীত সাজিয়ে তৈরি হয় বর্তমান। বর্তমানই আজকের সমাজ।
দালান থেকে কয়েকটি ইট সরিয়ে ফেললে দালানটি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য কিন্তু বর্তমান থেকে অতীত সরিয়ে ফেলা যায় না। অতীতকে ব্লেন্ডারিং করেই বর্তমান। আখের রস পান করার পর তার ছোবরা নিয়ে টানাটানি পশুপাখির কাজ, মানুষ পশুপাখির চেয়ে একটু নয়, অনেকটা এগিয়ে।
দালান থেকে কয়েকটি ইট সরিয়ে ফেললে দালানটি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য কিন্তু বর্তমান থেকে অতীত সরিয়ে ফেলা যায় না। অতীতকে ব্লেন্ডারিং করেই বর্তমান। আখের রস পান করার পর তার ছোবরা নিয়ে টানাটানি পশুপাখির কাজ, মানুষ পশুপাখির চেয়ে একটু নয়, অনেকটা এগিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন