সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

শিক্ষক

এই ছেলে বই-খাতা কোথায়?

স্যার, আপনি তো মাথা থেকে কথা বলেন, তাই আস্ত একটা মাথা নিয়ে এসেছি।

নারী-পুরুষ বাসর ঘরে যাবার আগে সমাজ নামক একটি তালা খুলে নিতে হয়। কবুল শব্দটি সেই তালার চাবি।

ছাত্র আর শিক্ষকের মাঝে কোনো তালা নেই, নেই কোনো কবুলচাবি।

কবুলচাবির ইঞ্জিনিয়ার আল্লামা হুজুর।

ছাত্র আর শিক্ষকের মাঝে কোনো হুজুর নেই। ছাত্র আর শিক্ষকের মাঝে হুজুর এলেই শিক্ষক হয়ে পড়েন দৈনিক মজুর।

এই ছেলে বই-খাতা কোথায়?

স্যার, বই-খাতায় বিদেশী কুকুর পেশাব করেছে, তাই রোদে শুকাতে দিয়েছি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন