শীতার্ত হৃদয়ে অনন্ত কালের জমানো বরফ,আস্তে আস্তে পোষা হৃদয় বরফের পাহাড় হয়ে উঠে, উষ্ণ আলিঙ্গনে গলে যেতে চায় হৃদয় চিরতরে।
কাভি না কাভি, কাহি না কাহি, কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
দৃষ্টির কোনো চাষযোগ্য জমি নেই। আজ এখানে, কাল সেখানে, পরের দিন ঐখানে নোঙর ফেলে চলে। দৃষ্টির একনিষ্ঠ আবাসিক জমির ভেতর একটা তৃপ্তির ঢেকুর।
কাভি না কাভি,কাহি না কাহি, কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
ভাড়াটে কথা আর ভালো লাগে না। কথা হবে ঘুমের চুলের মতো অগোছালো তবুও যেন প্রাণে প্রাণে মেশাল এক দাতব্য গজল।
কাভি না কাভি, কাহি না কাহি,কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
এক রাতের ভেতর আরেক অন্ধকার এসে হামলা করে, ডাকাতি করে নিয়ে যায় সিন্ধুকে রাখা সরল মুক্তা। এক রাতের ভেতর বন্য এক জোছনা চাই।
কাভি না কাভি ,কাহি না কাহি, কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
আমার ভেতর তোমারে চাই যে তুমি চোখের জলে মিটিয়ে ছিলে আমার আজন্ম তৃষ্ণা।
কাভি না কাভি, কাহি না কাহি, কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
দৃষ্টির কোনো চাষযোগ্য জমি নেই। আজ এখানে, কাল সেখানে, পরের দিন ঐখানে নোঙর ফেলে চলে। দৃষ্টির একনিষ্ঠ আবাসিক জমির ভেতর একটা তৃপ্তির ঢেকুর।
কাভি না কাভি,কাহি না কাহি, কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
ভাড়াটে কথা আর ভালো লাগে না। কথা হবে ঘুমের চুলের মতো অগোছালো তবুও যেন প্রাণে প্রাণে মেশাল এক দাতব্য গজল।
কাভি না কাভি, কাহি না কাহি,কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
এক রাতের ভেতর আরেক অন্ধকার এসে হামলা করে, ডাকাতি করে নিয়ে যায় সিন্ধুকে রাখা সরল মুক্তা। এক রাতের ভেতর বন্য এক জোছনা চাই।
কাভি না কাভি ,কাহি না কাহি, কোয়ি না কোয়ি তো আয়েগা
আপনা মুঝে বানায়েগা
আমার ভেতর তোমারে চাই যে তুমি চোখের জলে মিটিয়ে ছিলে আমার আজন্ম তৃষ্ণা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন