আলো যখন পাতা হয়ে ছায়া দেয় ঘর থেকে ঘরে
রক্তের পা থেকে ঝড়ে পড়ে ইটের বাতাস
রং তবু ঢং হয়ে জেগে থাকে কালের সীমায়
নদীর তীরে বসে সাহসের আশা
কথার বুকে তবু জলের নেশা
রক্তের পা থেকে ঝড়ে পড়ে ইটের বাতাস
রং তবু ঢং হয়ে জেগে থাকে কালের সীমায়
নদীর তীরে বসে সাহসের আশা
কথার বুকে তবু জলের নেশা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন