সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

প্রেম একবার

কোনো মেয়ে যখন সত্যিকারের এক বন্ধু পায় তখন সে লাউয়ের ডগার মতো তরতরিয়ে আকাশমুখী হতে থাকে। বৃষ্টির স্পর্শ পেয়ে লাউয়ের ডগা যেমন সুস্থ সবুজ আকর্ষণীয় হয়ে ওঠে তেমনি মেয়েটিও শান্ত কোমল নদীর মতো কলকল, খলখল করতে থাকে যেখানে ঢেউ থাকে না, থাকে জীবনের স্রোত।

কোনো ছেলে যখন মনের মতো এক বান্ধবী পায় তখন সে হয়ে ওঠে বটবৃক্ষের মতো বিস্তারী। তার বিস্তারের শেকড় থাকে মেয়েটি।

কিন্তু দেহের মতো দেহ যেমন নেই তেমনি  মনের মতো মনেরও বড় অভাব।ফলাফলে এক জনের ঘরে আরেক জনের মন, এক জনের মনে অন্য জনের ঘর।

তাই সংসারকে ট্রেনের ঝকঝক ঝকঝক  আওয়াজ মনে হয় যেখানে শব্দটি কেবল শুনি, অর্থ বুঝি না, অর্থহীন সমাজ তা বুঝতে পারে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন