বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

কুম্ভকর্ণ

কুম্ভকর্ণ তপস্যা করবে সীমান্তের বিন্দু থেকে বিসর্গ পর্যন্ত। আর একটু বেশি হলে কমলালেবুর শিরা থেকে উপশিরা বরাবর। কখনো সীমানা ক্রস করা যাবে না। তবু সীমানার বাইরে দেখেছিলাম কুম্ভকর্ণের সাধন নৃত্য। দেখেছিলাম ব্রক্ষ্মার গভীর ষড়ঙ্গ খলকৃত্য।

কুম্ভকর্ণ ভুলে যাবে না পিতার অবদান -- অনন্ত জীবনের পরিবর্তে অনন্ত ঘুমের  দান।

তপস্যা, আন্তরিক তপস্যা কুম্ভকর্ণকে নির্বাসনে পাঠিয়েছে ঘুমের দেশে। তারপর থেকে অতঃপর , অতঃপর থেকে নির্বাসিত মানুষের চিন্তাশীল সমাজ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন