রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

পেছনের বেঞ্চ

অন্ধকারের ভেতর গাঢ় শব্দ কৃমির মতো দেহ বিস্তার করে পড়ে থাকে সবপাশ।  চরিত্রবান অন্ধকার চরিত্রবান আলোর সাথে বন্ধুত্ব করে। এমনি করে সময় চলতে থাকে সারাৎসার। কলমের কালি কেবল ফুরিয়ে যায়। লেখা হয় না শব্দ, শব্দের ভেতরের ভাষা। ভাষাহীন এক চোখ শাদা শাদা কাফন আঁকা ডেডবডির ইতিহাস লিখে। ভাষাহীন কাফন গাঢ় অন্ধকারের দিকে ছুঁড়ে দেয় একফোঁটা জল। জল তো পেছনের বেঞ্চে বসা সেই ছাত্র যার মস্তিষ্কে ভর দিয়ে টিকে থাকে পৃথিবী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন