বসে থাকি
শুয়ে থাকি
ঘন লিকারে চা খাই
মৃত কাফনের গন্ধ নাকে আসে
নিহত আশারা পাশে এসে বসে
সারাদিন বসে থাকি, শুয়ে থাকি
আধখানা চাঁদ বাজায় দুতারা
আধকাপ নদী গান গায় যদি
হয়ে যাবো ভাউল, চলে যাবো জন্মের আদি
সারাদিন স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি
রাস্তাঘাট,ফুটপাত,অলিগলি,চেনাসুর,চর্বিত নীতি
একলাফে একশ তবু যেন শত শত মাইল দূর
যেতে হবে স্বপ্নপুর
বসে থাকি, শুয়ে থাকি
মানুষের ঠোঁটের কাছে, মুখের কাছে, হাতের কাছে
মানুষের নদীতে আমার জল তারা তা জানে না
আমার সাগরের তাদের ঢেউ জেনে গেছি বহু আগে
যেতে হবে বহুদূর
বহুদূরের স্বপ্নপুর
শুয়ে থাকি
ঘন লিকারে চা খাই
মৃত কাফনের গন্ধ নাকে আসে
নিহত আশারা পাশে এসে বসে
সারাদিন বসে থাকি, শুয়ে থাকি
আধখানা চাঁদ বাজায় দুতারা
আধকাপ নদী গান গায় যদি
হয়ে যাবো ভাউল, চলে যাবো জন্মের আদি
সারাদিন স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি
রাস্তাঘাট,ফুটপাত,অলিগলি,চেনাসুর,চর্বিত নীতি
একলাফে একশ তবু যেন শত শত মাইল দূর
যেতে হবে স্বপ্নপুর
বসে থাকি, শুয়ে থাকি
মানুষের ঠোঁটের কাছে, মুখের কাছে, হাতের কাছে
মানুষের নদীতে আমার জল তারা তা জানে না
আমার সাগরের তাদের ঢেউ জেনে গেছি বহু আগে
যেতে হবে বহুদূর
বহুদূরের স্বপ্নপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন