বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

একটু যদি

সেই তুমি আর একটু যদি দিতে পথ পাড়ি
আঁধার তুমি হয়ে যেতে আলো রাজ্যের রাণী
রাজ্যে তোমার জোনাক এসে করতো মিটিমিটি
আকাশের ঐ নীলাভ তারা জ্বলতো দিবানিশি
কোকিল এসে গাইতো গান, নাচত দোয়েল শ্যামা
রাজ্য তোমার ফুলের গন্ধে বাজাত দামামা
স্বপ্নগুলো বোনা থাকতো আমার সব পাশে
মিষ্টি তুমি হাসির ছন্দে রেগে যেতে হেসে
হাসি তোমার পান করে আমি হতাম পুরুষ
চোখের পাশে জীবন রেখে উড়াতাম ফানুস
ফানুস উড়ে জীবন হাসে রঙিন রুব্বান খেলা
স্বপ্নে স্বপ্নে কেটে যেত আনন্দ-সুখের ভেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন