বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

আন্দার

মাগরিবের আযান--

আল্লাহু আকবার, আল্লাহু আকবার....

আযানের সাথে সাথে  মায়ের পোষা হাঁস-মোরগ খোয়ারে আসতে থাকে। হাঁস-মোরগ আযান বুঝে না, সূর্যের প্রস্থান বুঝে। সূর্য মুখ লুকালে, হাঁস-মুরগি মুখ লুকাতে চলে আসে খোয়ারে।
যদি কোনোদিন মায়ের পোষাদের আসতে একটু লেইট হয়ে যায়,  মা আমার হয়রান। হয়রান।  কারণ মা জানেন অন্ধকারে পথ চিনে না হাঁস-মোরগ।

মানুষ অন্ধকারে ঠিকই চিনে নেয় তার বাড়ির ঠিকানা। তাতে হয়তো কষ্ট হয় কিন্তু ব্যর্থ হয় না।
তারপরও অন্ধকারে মায়ের বড় ভয়! একটু আন্দার অইলেই আম্মার চিৎকার-কথা

কুফি জ্বালা, কুফি জ্বালা,
আন্দাইরে ফেরেশতা তাহে না,
তাহে শয়তান,
কুফি জ্বালা, কুফি জ্বালা

মাগো তোমার হারিকেনের আলো কতটুকু অন্ধকার দূর করে?

কতটুকু?

রাজ্যের শক্তি নিয়ে অন্ধকার পেতেছে আসন। আলোরা দাস হয়ে বসে আছে, গোপনে চলে বিনম্র উচ্চারণ

জ্বী হুজুর  জ্বী হুজুর, নম  নম তব তপস্যা নম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন