বুধবার, ১২ আগস্ট, ২০১৫

আমরা

আমরা প্রতিটি কাজ অনেক ভালোভাবে শুরু করি। বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক ভালোভাবে।

মাঝখানে আমাদের বিরতি সত্যিই অনেক উৎসবমুখর।

আমরা কোনো কাজ শেষ করতে পারি না। আমাদের যেকোনো কাজ শেষ হয় অনেক নোংরাভাবে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক নোংরাভাবে।

অতীত অলসতা আমাদের বর্তমান তৈরি করে। ফলে অলস বর্তমান নিয়ে আমরা শক্তিশালী ভবিষ্যতে হাঁটতে পারি না।

We start our journey within energetic throw that is so much manipulative than others.
The intermission is offensive and festival something.
We can't watch the final round of the game. We have to back to the pavilion before the back of nodding.
Lazy past makes our present, lazy present is unable to trace the energetic pavement.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন