মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

রাতের পাখি

রাত যখন সঙ্গীহীন হয়ে পড়ে
প্রিয়হারা এক পাখির কান্না ঘুমের কানে লাগে
অন্ধকার কেটে পাখি জীবন খুঁজে
জীবনের পাশে মৃত্যু মিছিল করে উদাত্ত আহবানে
রাত ফুতুর হয়ে যায় সময়ের হুকুম মেনে
ফুরিয়ে যায় পাখির জীবন
ললিতা
আপেল খাওয়া আর সিগারেট পান করা একই কথা
ফরমালিন আর নিকোটিনের খেলা
ধবংস যেন অনিবার্য
ধবংস হয়ে যাই অবাক করার মতো
পৃথিবীতে চলে ভোরের আলো
রাতের পাখি অসহায়ভাবে নত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন