শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

বিবাহিত আবেগ

বিবাহিত নিসঙ্গতা আমার
ফেনায়িত গোধূলিতে ঘুরেফিরে, বার বার দেখা পাই
হিজল বনের ক্লান্ত শরীরে বিষাদের ঝাঁকুনি
হেলেন ধবংস করে মনের সাজানো নগর
চলে যাওয়ার গুপ্ত বায়নায় অভিযোগের কাহিনি
প্রেম তো কৃষ্ণগর্ত
ভেতরে টানে রাগ, অনুরাগ, অভিযোগ, বিরাগ
পুরোটা জীবন যতখানি
একবিংশ শতাব্দী মাংস চিনে, চিনে আরামদায়ক বসবাস
দর্জির চাণক্য সেলাই
প্রেম তাই সুখে থাকা আন্তরিক প্রলেপ
কৃত্রিম মনে  বাঁধাই হচ্ছে বারংবার সিড়িপথে
সিড়ি কেবল উপরে উঠা নয়
নিচে নামারও  প্রস্থত পথ
কাউকে অভিযোগ দিচ্ছি না, অভিযোগ দেয়া যায়না
আজকের স্তব্ধ আকাশ আমারই বিবাহিত আয়না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন