পূর্ণিমার চাঁদ নাকি ঝলসানো রুটি
আরে শালা
হাউঅনের লাগি পৃথিবী সৃষ্টি
নাকি পৃথিবীর লাইগ্যা হাউঅন
আমি তো ছোট্ট কাল থেইক্যা হুইননা আইছি
হাইলে যা টাটকিত, হাউআইলে যায় সমাজে
তুই হাইবার লাইগ্যা এত পাগল অইছত কেরে
হাউঅন তো এক অভ্যাসের নাম
অভ্যাসের দাস হয়ে আছে মানুষ সেই কাল থেকে এই কাল
তর কী একটুও পরিবর্তন অইব না
হারঅ তোরে একটা কিসসা হুনাই
মুসা নবী একবার আল্লারে জিগাইছে
আল্লা, ও আল্লা
তুমি কী ঘুমাও না, হাউ না
আল্লা ক `না'
মুসা নবী আবার জিগাই
`কেরে'
আল্লা ক , `লাক, তরে একটা ডেমো দেখাই'
তুই একটা বাত্তি জ্বালা, আর আত লইয়া হারুইয়া থাক
মুসা নবী আল্লার হুকুমের কামলা
রাইত যখন গভীর অইছে
মুসা নবীর হাত থেকে বাত্তি পড়ে গেছে
পুইরা গেছে বিছানা
আগুন যখন সইললে লাগছে
তখন মুসার ওস অইছে
আল্লা তখন মুসারে জিগাই
ও মুসা, দেখলা ঘুমাইলে কী অই
ক দেহি, আমার কী হাউনের সময় আছে, আছে ঘুমানোর সময়
মুসা ক, `মাফ কর প্রভু, আমি অধম '
আরে ও লেখক, হুন, তুমি না ঈশ্বর, স্রষ্টা
এই সব জৈবিক কাজের লাইগ্যা পাগল অইছো কেরে
বাদ দাও আজাইরা চিন্তা
সৃষ্টিতে মন দাও
আরে শালা
হাউঅনের লাগি পৃথিবী সৃষ্টি
নাকি পৃথিবীর লাইগ্যা হাউঅন
আমি তো ছোট্ট কাল থেইক্যা হুইননা আইছি
হাইলে যা টাটকিত, হাউআইলে যায় সমাজে
তুই হাইবার লাইগ্যা এত পাগল অইছত কেরে
হাউঅন তো এক অভ্যাসের নাম
অভ্যাসের দাস হয়ে আছে মানুষ সেই কাল থেকে এই কাল
তর কী একটুও পরিবর্তন অইব না
হারঅ তোরে একটা কিসসা হুনাই
মুসা নবী একবার আল্লারে জিগাইছে
আল্লা, ও আল্লা
তুমি কী ঘুমাও না, হাউ না
আল্লা ক `না'
মুসা নবী আবার জিগাই
`কেরে'
আল্লা ক , `লাক, তরে একটা ডেমো দেখাই'
তুই একটা বাত্তি জ্বালা, আর আত লইয়া হারুইয়া থাক
মুসা নবী আল্লার হুকুমের কামলা
রাইত যখন গভীর অইছে
মুসা নবীর হাত থেকে বাত্তি পড়ে গেছে
পুইরা গেছে বিছানা
আগুন যখন সইললে লাগছে
তখন মুসার ওস অইছে
আল্লা তখন মুসারে জিগাই
ও মুসা, দেখলা ঘুমাইলে কী অই
ক দেহি, আমার কী হাউনের সময় আছে, আছে ঘুমানোর সময়
মুসা ক, `মাফ কর প্রভু, আমি অধম '
আরে ও লেখক, হুন, তুমি না ঈশ্বর, স্রষ্টা
এই সব জৈবিক কাজের লাইগ্যা পাগল অইছো কেরে
বাদ দাও আজাইরা চিন্তা
সৃষ্টিতে মন দাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন