বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

সভ্যতার পিটিশন

মানুষ একে অন্যের দাস নয়, অন্নের দাস
 আব্বা কই আরেক কথা
`যে করে অন্যের চিন্তা, সে করতে পারে না অন্নের চিন্তা'
তখন মনে পড়ে আব্বার বাবার কথা
`যে ক পরের কথা, হে হারা হেতা'

এইভাবেই চিন্তার সাথে চিন্তা, বাবার সাথে তার বাবার বিস্তর ফাঁরাক
চিন্তার ফাঁকে গড়ে উঠে সভ্যতার পাহাড়
অসভ্যতা অনেকবার আন্দোলন করে একবার সভ্য হয়
আমার বাবা কিংবা তার বাবা কোনোদিন  সভ্য হতে পারে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন