সৃজনশীল সত্ত্বা মানেই প্রেমিকসত্ত্বা। সৌন্দর্যের আধিক্যে কিংবা কানাকড়ি সৌন্দর্যেও প্রেমিকচোখ আটকে যায়। ধীরে ধীরে দৃশ্যমান সৌন্দর্য টেনে আনে নিজের মনের দিকে, মনের বাগানে তাকে বসায়, খাবার দেয়, ওষুধ দেয়, সাধ্যের পরিপূর্ণ করে তোলে। একসময় চর্চিত সৌন্দর্য কলমের কালি হয়ে আমাদের চিরচেনা পৃথিবীতে আসে।
ভাষার জগৎ তখন লাজুক লতা। সমৃদ্ধিতেও বর্ষাকাল।
সমৃদ্ধ অবিজ্ঞতাকে নৌকা বানিয়ে অকূল দরিয়ানগর খুঁজে বেড়ায় সময়ের সাহাবা।
প্রেমিকসত্ত্বা যে সৌন্দর্য চর্চা করে তাতে আবেগ থাকে কিন্তু নোংরামি থাকে না।
ভাষার জগৎ তখন লাজুক লতা। সমৃদ্ধিতেও বর্ষাকাল।
সমৃদ্ধ অবিজ্ঞতাকে নৌকা বানিয়ে অকূল দরিয়ানগর খুঁজে বেড়ায় সময়ের সাহাবা।
প্রেমিকসত্ত্বা যে সৌন্দর্য চর্চা করে তাতে আবেগ থাকে কিন্তু নোংরামি থাকে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন