স্মৃতিগুলো বড্ড বেপরোয়া। শিশুর মতো খামখেয়ালি। মনে তার আধিপত্য জীবনের মতো দীর্ঘমেয়াদী।
ডাকাত হত্যা করেছিল এক হাজার কুয়াশার প্রাণ
বেঁচে যায় গ্রামের কচি লতাপাতা
গতকাল রাতে ভোর আসেনি
বিড়ালের মিউ মিউ কান্না জন্ম দেয় এক কোটি ভোরের ড্রাইগ্লুকোজ
চিৎকারের জীবাশ্ম-জ্বালানি ডেস্কে দাঁড়ানোর মহানগরীর ফুটানিক্যাল
স্মৃতির মতো আরামদায়ক হলে মশানিধন কোম্পানি চাকর হতে পারতো
চাকর হয়েছে আপোষগড়া দালাল
দালালের তো তাই হওয়ার কথা
স্মৃতির আর প্রেম হলো না জীবনের সাথে
তবু সে জীবনের সাথে থাকে, টেনে নিয়ে যায় আফিম সিনক্রোনাইজের দিকে
পৃথিবীর দিক এখন পশ্চিমমুখী নয়, তামাকগাছের শেকড়মুখী
পৃথিবী বদলায় কারনে গো ড্যাফনি, বিনা কারণে না
ডাকাত হত্যা করেছিল এক হাজার কুয়াশার প্রাণ
বেঁচে যায় গ্রামের কচি লতাপাতা
গতকাল রাতে ভোর আসেনি
বিড়ালের মিউ মিউ কান্না জন্ম দেয় এক কোটি ভোরের ড্রাইগ্লুকোজ
চিৎকারের জীবাশ্ম-জ্বালানি ডেস্কে দাঁড়ানোর মহানগরীর ফুটানিক্যাল
স্মৃতির মতো আরামদায়ক হলে মশানিধন কোম্পানি চাকর হতে পারতো
চাকর হয়েছে আপোষগড়া দালাল
দালালের তো তাই হওয়ার কথা
স্মৃতির আর প্রেম হলো না জীবনের সাথে
তবু সে জীবনের সাথে থাকে, টেনে নিয়ে যায় আফিম সিনক্রোনাইজের দিকে
পৃথিবীর দিক এখন পশ্চিমমুখী নয়, তামাকগাছের শেকড়মুখী
পৃথিবী বদলায় কারনে গো ড্যাফনি, বিনা কারণে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন