বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

ব্রতচারী মেঘ

জীবনের স্বপ্ন
রঙিন স্বপ্ন কাঠপেন্সিলে একেঁ মেঘনার পাড়ে সূর্যস্নানে যায়
সূর্যস্নানে যায় ব্রতচারী পথিক
রাতে উঠে থেকে থেকে মহিমাম্বিত হাঁকডাকের মেলা
মানুষ নিয়ে থামে না তোমার খেলা
থামবে না তোমার খেলা
কতকাল একতালে বহুতল ভবন
ডেস্কের আচার্যে এনিওয়ে আলামত
আকাশ-কুসুম স্বপ্ন থেমে থাকার নয়
থেমে থাকে আইহনের যৌনরাগ
 তাইতো রাধা উতলা বারংবার
আকুল শরীর তার বেআকুল প্রাণ
কৃষ্ণ সাধু নিয়ন্তা
রাধিকামোহন ঘুমাতে পারে না
কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নইকুলে
সিংহাসন তোমার
তোমার প্রজন্ম মরে ইচ্ছাকৃত ভুলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন