বলার কথা ছিল অনেক রাত
বলা হলো না অবশেষে
না বললেও রাত থেমে থাকে না
যেমন থেমে থাকে না তোমার ভাষিক আক্রমণ আমার পোষা আচরণের দিকে
বুঝতে পারিনা
চলে গেলে, না থেমে গেলে
চলে যাওয়া আর থেমে থাকার মাঝখানেতে আমি
আমি মানে জীবনের অপর নাম
জীবনের প্রেমিকাগুলোর বিয়ে হয়ে যায় অপ্রেমিকের কাছে
আমি করি মানা অপ্রেমিকে গান আমার শোনবে না
প্রেমিক মন পথেহাঁটা কুকুর, লেজ নাড়ানোর শক্তিটুকুও গতিহীন
বিড়াল তো বস্তুপ্রিয়, ব্যক্তিপ্রিয় রয়ে গেলাম আমি
বিড়াল তোমার পাশে বসে করে এ্যানিমেশন ড্রিংকস
আর আমি ঘুরেফিরে রাস্তার বাঁকে
রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে
পৃথিবীর ছোট্ট বাক্সে আর কতটুকু দুঃখ থাকে
তারপরও নিজেকে কেটে দুঃখ দেখাই
আহোনিশি যোগ ধেআই
মন পবন গগনে রহাই
বলা হলো না অবশেষে
না বললেও রাত থেমে থাকে না
যেমন থেমে থাকে না তোমার ভাষিক আক্রমণ আমার পোষা আচরণের দিকে
বুঝতে পারিনা
চলে গেলে, না থেমে গেলে
চলে যাওয়া আর থেমে থাকার মাঝখানেতে আমি
আমি মানে জীবনের অপর নাম
জীবনের প্রেমিকাগুলোর বিয়ে হয়ে যায় অপ্রেমিকের কাছে
আমি করি মানা অপ্রেমিকে গান আমার শোনবে না
প্রেমিক মন পথেহাঁটা কুকুর, লেজ নাড়ানোর শক্তিটুকুও গতিহীন
বিড়াল তো বস্তুপ্রিয়, ব্যক্তিপ্রিয় রয়ে গেলাম আমি
বিড়াল তোমার পাশে বসে করে এ্যানিমেশন ড্রিংকস
আর আমি ঘুরেফিরে রাস্তার বাঁকে
রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে
পৃথিবীর ছোট্ট বাক্সে আর কতটুকু দুঃখ থাকে
তারপরও নিজেকে কেটে দুঃখ দেখাই
আহোনিশি যোগ ধেআই
মন পবন গগনে রহাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন