মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

আমার চাওয়া - পাওয়া

আমার চাওয়া-পাওয়া
একটি স্বপ্নের ফ্রেমে বাধা থাকে
তুমি তখন নৃত্য করো, তুমুল নৃত্য
গাছের পাতা ঝরে যাওয়ার নৃত্য
কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হতো যদি
নায়ক হতো তোমার চিরচেনা মুখটি
আমি হতাম সিনেমার ভিলেন
ভিলেন হওয়া ভালো
সারাটা সময় আধিপত্য, শেষে পরাজয়
পরাজয় যে জয়ের মাসতুতো ভাই এটা কেবল ভিলেনই জানে
নায়ক হতে গেলেও ভিলেনকে স্বীকার করতে হয়
শয়তান কেন শয়তান
কারণ শয়তান দাস হতে পারেনি
ভিলেনও সময়ের দাস নয়, মাইকেলের রাবণ
এ্যালকোহলকে  রঙিন পানি না ভেবে ওষুধ ভাবো
দেখবে হ্যাং ওভার ইফেক্ট বলে কিচ্ছু নেই
কেটে যাবে প্রচলিত নেশার ঘোর
ভাবতে শিখো হিমানী, ভাবনাতেই গলদ
অন্য কোথাও গলদ কিংবা ময়লা নেই
চোখের সামনে ধারনার উল্লম্ফনের কারিশমা
বস্তুত শিশুর হাততালিই এসথেটিক সঠিক
আবেগ- বিবেগ মিথ্যার অহমিকা
চোখ যত বড় হবে আসমান ততই অসীম
তাই
চোখ বড় করে লাভ নেই আসমানী
আসমান তোমার চোখে আসবে না
আমার চাওয়া-পাওয়া বিশ্বাসের কাবিনে কেনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন