মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

খসেপড়া

চুল খসে পড়ে, একটি চুল। চুলও একটি প্রাণি। প্রাণের সাথে বসবাসরত কোনো কিছু জড় হতে পারে না।
বইয়ের পৃষ্ঠা খসেপড়া চুলের মাঠ। বাতাস তাকে নিয়ে খেলছে। স্থানান্তরে রূপান্তর ও দেশান্তর হতে বাধ্য।
প্রথমে খেলার সামগ্রী, এরপর খেলোয়াড়, তারপর খেলারাম।
অভিনয়টা আসলে এমনই!
প্রথমে ফেনার মতো ভাসতে থাকা পরে জল হয়ে ফেনা তৈরি করা।
একটি চুল আজ একা, সেও একাধিকের একা হওয়ার কারন হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন