দেখা হওয়া মানে কোনো একটা কিছু
কাঠফুলবাহারে বাসন্তী ঋতু
শাদা মেঘে জোছনা পড়ে,
মেঘ আর জোছনার মিলন মানে তৃতীয় কিছু
পরিচিত রাতের দেশে আলোর শিশু
একটা কথা বলি
তোমাকে যতটুকু চোখে দেখা যায় সবটাই আলো-আঁধারি
কবিতার খাতায় তুমি লিওনার্দোকাব্যভূমি
কলমের কাছে পৃথিবীর মহাজাতক কিছু ,
আমার পৃথিবীতে সেরেব্রালটিস্যু
নিস্তব্ধ বাতাসে ফুলের আওয়াজহীন নৃত্য
গুনগুনানি গানের পূর্বপ্রস্তুতি
বিম্বের কাছের প্রতিবিম্বের অকপট হাসি
দেখা যখন হবে কোনো প্রসাধনী নয়, কেবল তোমার প্রাকৃতিক ঢেউগুলো, শুন্য প্রাসাদ পানসে নদীর তীরে, শুন্য দুটি নিথর প্রাণ, তোমার চোখের চেয়ে বড় চোখটিও গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য নয় কোনো তৃতীয় মন!
হ্যাঁ,
চোখের আকাশে জমা রেখো অপঠিত পাতানো মেঘ ,
আনন্দের আগুনে মেঘগুলো শান্তি, প্রশান্তি হয়ে ঝরে
জোনাককান্নার পথে হাঁটি, হাঁটছি হাজার বছর ধরে
কাঠফুলবাহারে বাসন্তী ঋতু
শাদা মেঘে জোছনা পড়ে,
মেঘ আর জোছনার মিলন মানে তৃতীয় কিছু
পরিচিত রাতের দেশে আলোর শিশু
একটা কথা বলি
তোমাকে যতটুকু চোখে দেখা যায় সবটাই আলো-আঁধারি
কবিতার খাতায় তুমি লিওনার্দোকাব্যভূমি
কলমের কাছে পৃথিবীর মহাজাতক কিছু ,
আমার পৃথিবীতে সেরেব্রালটিস্যু
নিস্তব্ধ বাতাসে ফুলের আওয়াজহীন নৃত্য
গুনগুনানি গানের পূর্বপ্রস্তুতি
বিম্বের কাছের প্রতিবিম্বের অকপট হাসি
দেখা যখন হবে কোনো প্রসাধনী নয়, কেবল তোমার প্রাকৃতিক ঢেউগুলো, শুন্য প্রাসাদ পানসে নদীর তীরে, শুন্য দুটি নিথর প্রাণ, তোমার চোখের চেয়ে বড় চোখটিও গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য নয় কোনো তৃতীয় মন!
হ্যাঁ,
চোখের আকাশে জমা রেখো অপঠিত পাতানো মেঘ ,
আনন্দের আগুনে মেঘগুলো শান্তি, প্রশান্তি হয়ে ঝরে
জোনাককান্নার পথে হাঁটি, হাঁটছি হাজার বছর ধরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন