কারো শুরু হওয়া
কেন শেষ হয়ে যায়
আকাশে ঘূর্ণিপাখি
গুনগুন গানে, গুনগুনানি গায়
আমার আকাশ ভরা সকাল
তোমার বিকাল ভরা উদাস
নদীর কাছে সাগর, সাগর খোঁজে বাতাস
খোঁজে খোঁজে খোঁজখবর
কাছ থেকে কাছাকাছি
ভুলে যেতে হয় আমি ছিলাম, আমি আছি
শেষটা কেবলই উত্তম শুরু
শুরুটা তাই বিকেলে গড়ায়
যতবার ভাঙে ততবার গড়ে
এই তো মনের খেলা
শুরু আর শেষে জীবনের মেলা
কেন শেষ হয়ে যায়
আকাশে ঘূর্ণিপাখি
গুনগুন গানে, গুনগুনানি গায়
আমার আকাশ ভরা সকাল
তোমার বিকাল ভরা উদাস
নদীর কাছে সাগর, সাগর খোঁজে বাতাস
খোঁজে খোঁজে খোঁজখবর
কাছ থেকে কাছাকাছি
ভুলে যেতে হয় আমি ছিলাম, আমি আছি
শেষটা কেবলই উত্তম শুরু
শুরুটা তাই বিকেলে গড়ায়
যতবার ভাঙে ততবার গড়ে
এই তো মনের খেলা
শুরু আর শেষে জীবনের মেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন