এখনো রাত হয়
ফুলের ঘ্রাণ ঝিরঝিরে নুয়ে পড়ে স্বপ্নের ডগায়
আকাশ-কুসুম স্বপ্ন এখনো পথ চলে স্ববেগে
পূর্বে সূর্য দেখা যায়
সূর্য চলে যায় চোখের আড়ালে পশ্চিমে
শাপলার মাঠে ব্যাঙের থামেনি অহংকারী নাচন
শিশুর মুখে রোজ ফুটে রোদেলা বচন
আয়নার সামনের আত্মজা
আয়নার পেছনে রক্তহরণ
তবুও জেগে থাকে ভাষার তীব্র উচ্চারণ
শুন্যতার পাশে সংখ্যার মরণ
ফুলের ঘ্রাণ ঝিরঝিরে নুয়ে পড়ে স্বপ্নের ডগায়
আকাশ-কুসুম স্বপ্ন এখনো পথ চলে স্ববেগে
পূর্বে সূর্য দেখা যায়
সূর্য চলে যায় চোখের আড়ালে পশ্চিমে
শাপলার মাঠে ব্যাঙের থামেনি অহংকারী নাচন
শিশুর মুখে রোজ ফুটে রোদেলা বচন
আয়নার সামনের আত্মজা
আয়নার পেছনে রক্তহরণ
তবুও জেগে থাকে ভাষার তীব্র উচ্চারণ
শুন্যতার পাশে সংখ্যার মরণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন