মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

পকেটসাঁতার

ফেলে আসা বিকেল
সকালে বৃষ্টি হয়ে ঝড়ে
বৃষ্টির কাছাকাছি ঘুমট বাসমতী দোকান
আদার ঝাঁঝে  বিক্রি হয় পূণ্যময় সাবান
বৃষ্টির কান্নায় মুখলুকানো সুখ তৃপ্তির ঢেকুর
মেঘনা নদীর কৃষাণীর দলে নগ্ন দুপুর
নদী মানে বাতাস, নিস্তব্ধ নিরেট একাকিনীর স্বর্গবাস
জলের উতাল-পাতাল, তরঙ্গের কচ্ছপচলন
খেয়া নৌপথে জেলের ইচ্ছাকৃত মরণ
গোধূলির মিহিকুচি শব্দে নদীতে উলঙ্গ নাচন
গোল গোল সময়  তারানা সুরে এ্যালকোহল মাতাল
নদীর কান্নায় ছোট হয়ে আসে দুংখের মানবিক নামাতা
বৈঠার হাততালিতে জীবনের লক্ষ্য আদিম সাঁওতাল
মাছদের মীননাথ বুক পকেট রেখেছে সাগর, শিখছে সাঁতার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন