মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

আবেগ

আবেগকে যুক্তিক করতে নেই।  যুক্তির বাজারে আবেগ বিক্রি হয় না। যুক্তির বাজারদর বেশ পুরোনো। যুক্তি একটি বিশেষ শ্রেণী তৈরি। নতুবা আমরা সবাই বিশেষ শ্রেণী ছিলাম।
আবেগ নদীর স্রোতের মতো। নদীর স্রোতকে চোখ দিয়ে চেনা যায়না, মন দিয়ে উপলব্ধি করতে হয়, উপলব্ধিঅনুভূতির জন্যেও আরাধনার প্রয়োজন আয়তি সাপেক্ষে।
নদীর স্রোত জানে না তার শুরু কিংবা শেষ কোথায় !
স্রোত যদি খোঁজে পায় গন্তব্য তবেই তার অনিবার্য মৃত্যু!
মৃত্যু মানে জন্মের বীজতলা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন