মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

দূরত্বের মাস্তানি

পাহাড় মানে দূরত্বের মাস্তানি
পাহাড়ের শীর্ষ চূড়ায় থাকে শুন্যতা
যেখানে বসবাস করে শৈল্পিক নির্জনতা
সমস্ত শরীরে থাকে কোলাহল
শুন্যতা আর কোলাহলে পাহাড়ের জীবন
পাহাড়ে বসে বাজায় তারা পিনাকপাণি
চাষাবাদে জুমচাষ সাম্যের বাণী
ফেইসবুক, টুইটার, ক্লাসিক গান সবই চলে
পারিজাত সজ্জিত ড্রয়িং রুমে
অপ্সরা আর এ্যালকোহল টানে বেবাক মাতাল
পাতালকেতু শোনে না পাহাড়ির মৃত্যুর গান
শুন্যতার হাহাকার,  ভাঙানৌকা, বিধ্বস্ত প্রাণ
আমাকে শোনাও সান্ত্বনার ধ্যান
It appears that the grass is always greener on the other side of the fence

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন