প্রতিদিন সবদিন পাখি ডাকে
আকাশে প্রতিদিন মেঘ ভাসে
নদীর কিনারে বসে মাছ শিকারি
কলসি কাঁখে আসে বধূ কৃষাণী।।
চকিত চাহনিতে ষোড়শী চায়
মাছ শিকারি তখন পিছু পিছু যায়।।
লজ্জা নাইরে নির্লজ্জ জেলে
লজ্জা নাইরে তোর।
গলায় কলসি বাইন্ধা তোই
জলে ডুইবা মর।।
কোথায় পাবো কলসি কন্যা
কোথায় পাবো দড়ি।
তুমি হও গহীন গাঙ
আমি ডুইবা মরি।।
2882014, 2068
কথা ,সুর ও কথার সংযোজনে
এমরানুর রেজা
আকাশে প্রতিদিন মেঘ ভাসে
নদীর কিনারে বসে মাছ শিকারি
কলসি কাঁখে আসে বধূ কৃষাণী।।
চকিত চাহনিতে ষোড়শী চায়
মাছ শিকারি তখন পিছু পিছু যায়।।
লজ্জা নাইরে নির্লজ্জ জেলে
লজ্জা নাইরে তোর।
গলায় কলসি বাইন্ধা তোই
জলে ডুইবা মর।।
কোথায় পাবো কলসি কন্যা
কোথায় পাবো দড়ি।
তুমি হও গহীন গাঙ
আমি ডুইবা মরি।।
2882014, 2068
কথা ,সুর ও কথার সংযোজনে
এমরানুর রেজা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন