তোমার জন্য আমি শিল্পী
চকিত চাহনির ধারা
সকাল-বিকাল প্রেমের মাঝি
উদাসী গান গাওয়া
স্তব্ধ দুপুর, নিপুণ আকাশ
তোমার কথা বলে
জন্ম হচ্ছি দিনের পর দিন
পানসে নদীর কূলে
কোনো কথা নয়,
চুপ করে থাকো সরিষার মিহি ফুল
চুপ করে দেখি
জোনাক থোকা মিস্টি বকুল
চান্দ সুরুজ মোর আছে দুয়ি সাখী
বনমালীমন্ত্র আস্থপ্রহর দোষে-গুনের রাহী
চকিত চাহনির ধারা
সকাল-বিকাল প্রেমের মাঝি
উদাসী গান গাওয়া
স্তব্ধ দুপুর, নিপুণ আকাশ
তোমার কথা বলে
জন্ম হচ্ছি দিনের পর দিন
পানসে নদীর কূলে
কোনো কথা নয়,
চুপ করে থাকো সরিষার মিহি ফুল
চুপ করে দেখি
জোনাক থোকা মিস্টি বকুল
চান্দ সুরুজ মোর আছে দুয়ি সাখী
বনমালীমন্ত্র আস্থপ্রহর দোষে-গুনের রাহী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন