কত রাত কেটে গেল
কত দিন কেটে গেল।
রাতের পাহাড়ে দিন
দিনের পাহাড়ে রাত।।
পেলাম না তো কোনো পথ
জীবনটাকে সাজাবার
পেলাম না তো কোনো মত
দুঃখটুকু ভুলবার।।।
ছেঁড়া কাগজে গল্প লিখে
কড়া লিকারে ঠোঁটকে রেখে
অর্ধজীবন যায় যে চলে, যায় যে চলে।।
এসেছিলাম যখন
স্বপ্নে ভরা জীবন
হাসি- গানে কায়া, তনু, মন
আমার সেই জীবন এনে দাও না
ভবিষ্যতের ওগো পাওনা।।
কথা ও সুর : এমরানুর রেজা
17082014, মল চত্ত্বর
কত দিন কেটে গেল।
রাতের পাহাড়ে দিন
দিনের পাহাড়ে রাত।।
পেলাম না তো কোনো পথ
জীবনটাকে সাজাবার
পেলাম না তো কোনো মত
দুঃখটুকু ভুলবার।।।
ছেঁড়া কাগজে গল্প লিখে
কড়া লিকারে ঠোঁটকে রেখে
অর্ধজীবন যায় যে চলে, যায় যে চলে।।
এসেছিলাম যখন
স্বপ্নে ভরা জীবন
হাসি- গানে কায়া, তনু, মন
আমার সেই জীবন এনে দাও না
ভবিষ্যতের ওগো পাওনা।।
কথা ও সুর : এমরানুর রেজা
17082014, মল চত্ত্বর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন