মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

পিটাসবুর্গ

ভদ্র সমাজ আর ভাদ্র মাস সমান সমান!
দুইখানে প্রবল তাপ, চরম খরা!
পাপীদের একটি মূখ্যত স্থান আলোচিত ভদ্র সমাজ। খাওয়া- দাওয়া করে, মধ্যখানে রাখে মেকআপ হাসি! মধ্যবিত্ত সমাজ তাতে বড় খুশি,
বলে `বড় ভালোবাসি  চিকচিকে চিকেন রাশি।'
পিটুইটারির অনেক বড়, অনেক মূল্যবান গ্রন্থি,
 তাতে কী?
মাইক্রোসফট আছে বলেই সুক্ষ কার্য এতো মূল্যবান। মাইট্রোকন্ড্রিয়া তার কাজেই কেবল মহৎ, আকৃতির হিসাব গাণিতিক  বিষয়।
তুমি চুলের হিসাব করে, আমার বাবা কৃষক, তাই তিনি মাথা নিয়ে ব্যস্ত। ক্যালকুলাসের জটিল ধাঁধা মাথায় ঢুকে না, মাথায় থাকে কেবল দৃশ্যমান আলোর ঘ্রাণ।
আলোতে বসবাস করে প্রমাণ পেয়েছি ভাতের ঘ্রাণে জীবন চলে, ফুলের ঘ্রাণে বিলাসিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন