কতভাবে আসো গো তুমি
কখনও আগুন কখনও বাতি
কখনও ফানুস কখনও জাতি
কতভাবে আসো গো তুমি
কখনও রাত কখনও দিন
কখনও জল কখনও জীব
অনেকভাবে আসো গো তুমি
কষ্টের ভেতর সুখের পাগলামী
আমি কেবল নাম ধরে আছি
তোমাকে ভুলে খেলি কানামাছি
আজ থেকে বহুদিন পর
ভুলে যাই ভুল পথ
কেবলই তুমি
কেবলই তুমি আর আমি
এইতো আমার অচেনা জগত
সেই তো আমাদের পুরাতন পথ
কতভাবে আসো গো তুমি
নিরবতার ভেতর কথার মাতলামি
কখনও আগুন কখনও বাতি
কখনও ফানুস কখনও জাতি
কতভাবে আসো গো তুমি
কখনও রাত কখনও দিন
কখনও জল কখনও জীব
অনেকভাবে আসো গো তুমি
কষ্টের ভেতর সুখের পাগলামী
আমি কেবল নাম ধরে আছি
তোমাকে ভুলে খেলি কানামাছি
আজ থেকে বহুদিন পর
ভুলে যাই ভুল পথ
কেবলই তুমি
কেবলই তুমি আর আমি
এইতো আমার অচেনা জগত
সেই তো আমাদের পুরাতন পথ
কতভাবে আসো গো তুমি
নিরবতার ভেতর কথার মাতলামি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন